Logo

সারাদেশ

চাঁদপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে গাছ রোপণ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:০৫

চাঁদপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে গাছ রোপণ

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আট উপজেলার ৩১ জন শহীদের কবরের পাশে সোনালু (Cassia Fistula) জাতের বৃক্ষ রোপণ করা হয়। কর্মসূচির আয়োজক ছিল জেলা প্রশাসন ও বন বিভাগ।

সকালে সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নে দুই শহীদ ও পৌর এলাকার এক শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে গাছ লাগান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে চাঁদপুরে সব কর্মসূচি সবাইকে সঙ্গে নিয়ে পালন করা হচ্ছে। আজকের বৃক্ষরোপণেও প্রতিটি উপজেলায় বন বিভাগের সহায়তায় সমন্বিতভাবে কাজ হয়েছে।’

তিনি আরও জানান, কর্মসূচির সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর