মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:২০
-687b63404a693.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৪ জনের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে ১৪টি সোনালু গাছ রোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বন বিভাগের সহযোগিতায় শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এবং বন বিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি গাছে শহীদদের আত্মত্যাগের স্মৃতি মিশে থাকবে। একদিন এই গাছগুলো ফুলে-ফলে ভরে উঠলে মানুষ শহীদদের কথা আরও গভীরভাবে স্মরণ করবে।’
পুলিশ সুপার বলেন, ‘এই বৃক্ষরোপণ কেবল প্রতীকী নয়, এটি আমাদের চেতনা ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
আবু সাঈদ/এআরএস