Logo

সারাদেশ

সিরাজগঞ্জে সাবেক এমপি মান্নান তালুকদারের জানাজায় জনতার ঢল

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:২৫

সিরাজগঞ্জে সাবেক এমপি মান্নান তালুকদারের জানাজায় জনতার ঢল

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

পরে তাঁর দ্বিতীয় ও তৃতীয় জানাজা নিমগাছি ও রায়গঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (টুটুল)সহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য নেতা ও পথপ্রদর্শক। বিভিন্ন মহল থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর