Logo

সারাদেশ

গণঅভ্যুত্থান স্মরণে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:২৯

গণঅভ্যুত্থান স্মরণে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় পটুয়াখালীতে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতিতে ২৪টি গাছ রোপণ করা হয়। প্রতিটি বৃক্ষের পাশে শহীদের নাম ও অবদানের বিবরণ সম্বলিত ফলক স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছে। তাদের স্মৃতি অম্লান রাখতে এই বৃক্ষগুলো চিরদিন সাক্ষ্য বহন করবে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর