Logo

সারাদেশ

চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেল-সিএনজিকে জরিমানা

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৩৯

চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেল-সিএনজিকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৪টি মোটরসাইকেল ও ২টি সিএনজির বিরুদ্ধে ৬টি মামলা দিয়ে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি বলেন, ‘অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর