Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় মাদ্রাসা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৫২

আলফাডাঙ্গায় মাদ্রাসা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার দ্বিতল ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন দরবার শরীফের পীর সাহেব, মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব।

তিনি বলেন, ‘মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। সে লক্ষ্যেই এলাকার শিশুদের দ্বীনি ও কোরআনিক শিক্ষার জন্য আধুনিক মাদ্রাসা ভবন নির্মাণ করা হচ্ছে।’

পীর সাহেব ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলাইরচর বরকতিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলী আকবার, দরবার শরীফের উপদেষ্টা হাবিবুর রহমান, প্রকৌশলী মামুনুর রশীদ, সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়, মাওলানা আবু মুসা, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর