রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ৪০

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:০০

ছবি : প্রতিনিধি
রংপুর মহানগরীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে চারপাশে ১৫-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসে। তারা এখনো উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিং স্টেশনটিতে বেশ কিছুদিন ধরে সংস্কার কাজ চলছিল। গ্যাস সংরক্ষণের ট্যাংকে পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে পাম্পটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। এছাড়া আশপাশের বাড়িঘর, দোকানপাট ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাংকে গাফিলতি বা কারিগরি ত্রুটি থেকেই এ বিস্ফোরণ হতে পারে।
উল্লেখ্য, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাহানুর রহমান রংপুর/এএ