Logo

সারাদেশ

ফেনীর বন্যাদুর্গতদের পাশে বিজিএমইএ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:০৬

ফেনীর বন্যাদুর্গতদের পাশে বিজিএমইএ

ছবি : বাংলাদেশের খবর

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামের চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা ও পরশুরামের ধনিকুণ্ডা ধোপাবির মোড় এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী।

ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমানের আয়োজনে ত্রাণসামগ্রী বিতরণে বিজিএমইএর প্রতিনিধি দলের পাশাপাশি স্থানীয়রাও সহায়তা করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী। সহায়তা পেয়ে দুর্গতরা সন্তোষ প্রকাশ করে বিজিএমইএ’র প্রতি কৃতজ্ঞতা জানান।

রশিদ আহম্মদ হোসাইনী বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যে কোনো দুর্যোগে বিজিএমইএ মানবিক সহায়তা অব্যাহত রাখবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিএমইএ বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর