Logo

সারাদেশ

চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৩৩

চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তৃতাকে ঘিরে উত্তপ্ত হয়ে বিক্ষোভ করছে কক্সবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বিক্ষোভের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় বিএনপি নেতৃবৃন্দ, এতে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করে এনসিপি।

বিক্ষোভের বিষয়ে জানতে কথা বলি চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চৌধুরীর সাথে।  তিনি জানান আমাদের কক্সবাজারের গর্বের ধন, জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ কে নিয়ে এনসিপি নেতা পাটোয়ারীর এমন জঘন্য কুরুচিপূর্ণ বক্তৃতার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বিএনপি পরিবার। এনসিপি নেতা যতক্ষণ নিঃশর্ত ক্ষমা চাইবে না আমাদের বিক্ষোভ চলবে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কক্সবাজারে সমাবেশে বক্তৃতার জেরে চকরিয়ায় বিএনপির বিক্ষোদ্ধ নেতাকর্মীরা মহাসড়কে নেমে বিক্ষোভ করলে পুলিশ সেনাবাহিনী এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের  নিয়ন্ত্রণে আছে। 

প্রসঙ্গত শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপির জুলাই পদযাত্রা শেষ সমাবেশে সংগঠনটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তৃতায় বলেন কক্সবাজারে শিলং থেকে নব্য গডফাদার এসেছে, জায়গা জমি দখল করছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওই নেতা।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর