Logo

সারাদেশ

মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৪৩

মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারজিয়া পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। স্বামী জাহিদ প্যাদা তার আপন চাচাতো ভাই।

জাহিদ জানান, শুক্রবার রাতে মারজিয়া ফুচকা খেতে চেয়েছিল। কাজের চাপ থাকায় রাতে বাসায় ফিরলেও ফুচকা আনতে পারেননি। এতে মন খারাপ করে মারজিয়া বারান্দায় ঘুমাতে যান। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর