Logo

সারাদেশ

সেনাবাহিনীর অভিযান

রূপগঞ্জে ‘শুটার শামীম’র বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:০১

রূপগঞ্জে ‘শুটার শামীম’র বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীম’-কে ধরতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট।

শুক্রবার (১৯ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে আসা সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় শামীম পালিয়ে গেলেও তার বাসায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৩০ লাখ টাকার সমপরিমাণ চেক, একটি ট্রেড লাইসেন্স ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে জননিরাপত্তা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর