মাদারীপুরে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৩৯
-687b92048f968.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।
জেলা জাসাসের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। সভাপতিত্ব করেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুম্মান হোসেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে জাসাসের শিল্পীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন।
এসআর শফিক স্বপন/এআরএস