Logo

সারাদেশ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফেনীতে কৃষক দলের বিক্ষোভ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৪৫

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফেনীতে কৃষক দলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

শনিবার (১৯ জুলাই) বিকেলে শহরের বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাব, খেজুর চত্বর ও শান্তি চত্বর ঘুরে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক নেতা হিসেবেই নয়, এখন বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ এক নাম। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।’

ফেনী জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ প্রমুখ।

বিক্ষোভে কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর