চরফ্যাসনে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:০৫
-(84)-687ba631ca055.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার চরফ্যাসনে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাসন বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাজার এলাকার ১০টি গুদামে অভিযান চালিয়ে জব্দ করা হয়- ৫ লাখ মিটার কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল,৪ পিস বেহুন্দি জাল, ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৫২ লাখ টাকা, যা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
অভিযান শেষে জব্দকৃত জালসমূহ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের ভোলা শাখার নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘দেশের নদী ও সাগরে জলজ সম্পদ রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ড এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
- এম ফাহিম/এমআই