Logo

সারাদেশ

শ্রীপুরে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:২০

শ্রীপুরে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পুরস্কার হিসেবে তিন কিশোরকে দেওয়া হয়েছে বাইসাইকেলসহ নানা উপহার।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। স্পেসজিরো লিমিটেড কোম্পানির প্রধান প্রকৌশলী মো. ইউসুফ আলীর পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী প্রধান এবং সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলী প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ অন্যরা।

ইউসুফ আলী জানান, শিশু-কিশোরদের নামাজে উৎসাহিত করতে এবং মাদকমুক্ত আলোকিত সমাজ গড়তে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর