এসএসসি পরীক্ষার্থীদের ডোপ টেস্টের প্রস্তাব বরিশালে

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩১
-687bac5ac73bf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় ‘নিউ লাইফ’ ও ‘জাগো নারী’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, পরীক্ষার ফল শুনে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়েছে। এ থেকে বোঝা যায়, কেউ কেউ হয়তো মাদকে জড়িয়ে পড়েছে।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, বরিশালে এখন ইয়াবার আধিপত্য বেড়েছে। আগে যেখানে মাসে ৬০-৭০টি মাদক মামলা হতো, এখন ১৫০টিরও বেশি মামলা করতে হচ্ছে।
তিনি বলেন, ‘ডোপ টেস্টের মাধ্যমে চালক, বিসিএস পরীক্ষার্থী ও প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় চাইলে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এ পরীক্ষা চালু করা যেতে পারে।’
পরিতোষ কুণ্ডু আরও বলেন, অভিযানের আগে অনেক সময় তথ্য ফাঁস হয়ে যায়। কারণ, ‘শর্ষের ভেতর ভূত’ রয়েছে। তবে এসব বাধা দূর করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
বক্তারা আরও বলেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি বরিশালের মাদক নিরাময়কেন্দ্রগুলোর মান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন সাংবাদিক ও এনজিওকর্মীরা।
এআরএস