শেখ হাসিনার শাসনব্যবস্থা ছিল দমনমূলক : বদিউল আলম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩৬
-687bad833ffb9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনপ্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এলেও শেখ হাসিনা সময়ের সঙ্গে স্বৈরাচারী শাসকে পরিণত হন। তার দমনমূলক শাসনের বিরুদ্ধে জনরোষ থেকে একটি গণ–অভ্যুত্থান ঘটে, যার ফলে তিনি দেশত্যাগে বাধ্য হন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বরিশালের সদর রোডের বিডিএস মিলনায়তনে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম বলেন, ‘শেখ হাসিনা ট্যাংকে চড়ে নয়, বরং ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পরে তিনি এমন শাসনব্যবস্থা গড়ে তোলেন, যা মানুষের অধিকার হরণ করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনের ধরন তাকে স্বৈরাচারে পরিণত করে। বিশেষ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পদ্ধতি বাতিল করে তিনি স্বৈরাচারী ক্ষমতা প্রতিষ্ঠা করেন।
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বদিউল আলম বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে ‘ঐকমত্য কমিশন’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মৌলিক সংস্কারের দিকগুলো চিহ্নিত করছে। তবে সংবিধানসহ রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন আনতে জনগণের মতামত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘এই সংলাপের মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করা হচ্ছে। সারা দেশের নাগরিক সংলাপ থেকে প্রাপ্ত মতামত ২৬ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’
সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, জেলা সম্পাদক রনজিৎ দত্ত, মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরগুনার জিএম কাদের, পটুয়াখালীর মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এআরএস