কুয়াকাটায় সবুজ হত্যায় ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৫১
-687bb10b80a9b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল বাসার হাওলাদারের ছেলে। শনিবার (১৯ জুলাই) ভোরে প্রধান আসামি মো. লাল চাঁন (২৪) ও পরে তার সহযোগী মো. বেল্লাল (২০)–কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
একই দিন বিকেলে মহিপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সমীর সরকার এ তথ্য জানান।
এএসপি জানান, জিজ্ঞাসাবাদে লাল চাঁন হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে অপর আসামি বেল্লালকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা এবং নিহতের মোবাইল ফোন লাল চাঁনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মোবাইল ফোনে ভিডিও ঘিরে বিবাদের জেরে ১৬ জুলাই রাতে সবুজ হাওলাদারকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে আসামিরা। পরে মরদেহ জঙ্গলের ঝোপে লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়।
নিহত, অভিযুক্ত ও সহযোগীরা পরস্পরের পরিচিত এবং একসঙ্গে চলাফেরা করতেন।
এআরএস