Logo

সারাদেশ

পদযাত্রা সফল করতে ফেনীবাসীর সহযোগিতা চাইলেন এনসিপি নেতারা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৫৭

পদযাত্রা সফল করতে ফেনীবাসীর সহযোগিতা চাইলেন এনসিপি নেতারা

ছবি : বাংলাদেশের খবর

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার (২১ জুলাই) ফেনীতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

ওই দিন বিকালে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথসভা এবং শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি জানান, খাগড়াছড়ি থেকে পদযাত্রা শুরু করে ফেনীতে পৌঁছাবেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ, মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘পদযাত্রা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, শাহ ওয়ালী উল্লাহ মানিক, মোহাইমিন তাজিম, আবদুল আজিজ ও ওমর ফারুক প্রমুখ।

নেতৃবৃন্দ পদযাত্রা ও সমাবেশ সফল করতে ফেনীবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর