Logo

সারাদেশ

বিএনপির সঙ্গে সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই : মোতাহার হোসেন

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২১:০৬

বিএনপির সঙ্গে সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই : মোতাহার হোসেন

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির সঙ্গে সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। যারা ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। বর্তমান সরকার মাত্র ২০ শতাংশ মানুষের কথা শোনে। নির্বাচনী পরিবেশ তৈরির চেষ্টাকে বাধাগ্রস্ত করতেই তারা মরিয়া হয়ে উঠেছে।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে ফরিদগঞ্জের আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মোতাহার হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের সব বিভাগ ধ্বংস করে দিয়েছে—শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য—সবকিছুই অচল হয়ে পড়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ।

প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।

আরও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটোয়ারী এবং নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।

নুরুল ইসলাম ফরহাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর