-687bb59a060b3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজন মিয়া (৩২) নামে এক যুবক মারা গেছেন।
শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ওই গ্রামের মো. হবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বৈদ্যুতিক তারে হাত লাগলে রাজন মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস