-687bb68acbf10.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
‘জনগণের ভোটাধিকার মানে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধিরাই সরকার গঠন করবে’—এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে গণ–অভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, ‘বিগত সরকার আমলে ভোটাররা ভোট দিতে পারেনি। যার ভোট, সে দিবে—দিনে দিবে, রাতে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’
বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতির কথা বলেন, তারা পেছনের দিকে হাঁটছেন। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি অনেক দেশে গ্রহণযোগ্য নয়। আমরা চাই সামনের দিকে এগিয়ে যাওয়া।’
একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘মানুষের বাড়ি জ্বালানো, ধর্ষণ, মুক্তিযোদ্ধাদের আক্রমণ—এসব যাদের কাজ, তারা যদি জনসমর্থন পায়, আমরা তা মেনে নেব। কারণ, দেশের মালিক জনগণ। কোনো রাজনীতির মালিকানা আমরা দাবি করি না।’
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী এবং নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুমন রায়/এআরএস