Logo

সারাদেশ

লালমোহনে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২১:২৫

লালমোহনে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় যৌথ অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে নৌবাহিনী, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারী জাল, রিং জাল, জিরো জাল, পাই জাল ও পোয়া জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। অভিযানে চার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর