Logo

সারাদেশ

জয়পুরহাটে চার শহীদের নামে চারটি বৃক্ষরোপণ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২১:৩০

জয়পুরহাটে চার শহীদের নামে চারটি বৃক্ষরোপণ

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজের স্মৃতিসৌধ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, শহীদ নজিবুল সরকার বিশালের মা মোছা. বুলবুলি খাতুন, জাতীয় নাগরিক পার্টির সদস্য বোরহান উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান।

পরে গণঅভ্যুত্থানে নিহত চার শহীদের নামে চারটি বৃক্ষ রোপণ করা হয়। শহীদ মিনহাজ হোসেনের নামে বকুল, শহীদ নজিবুল সরকার বিশালের নামে নিম, শহীদ রিতা আক্তারের নামে বকুল এবং শহীদ মেহেদী হাসানের নামে জলপাই গাছ রোপণ করা হয়।

শহীদদের পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর