Logo

সারাদেশ

হাসনাত আব্দুল্লাহ

নতুন বাংলাদেশে জাতিসত্তার বৈচিত্র্যকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:০৬

নতুন বাংলাদেশে জাতিসত্তার বৈচিত্র্যকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে

বাংলাদেশের প্রতিটি জাতিসত্তা ও ভাষাগত বৈচিত্র্যকে নতুন সংবিধানে পূর্ণ সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন  এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ’৭২-এর সংবিধানে সকলকে এক পরিচয়ে ‘বাঙালি’ বানানোর অপচেষ্টা করা হয়েছিল। নতুন বাংলাদেশ গঠনের পথে সেই বিভ্রান্তি আর চলবে না।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, বান্দরবানে বহু জাতিগোষ্ঠীর মানুষ একত্রে বসবাস করে। কিন্তু দুঃখজনকভাবে তাদের স্বকীয়তা আজও সংবিধানে স্বীকৃতি পায়নি। এনসিপি মনে করে, জাতিসত্তা, ভাষা ও ধর্মের বৈচিত্র্য নিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।

তিনি বলেন, পাহাড়-সমতল মিলেই তো বাংলাদেশ। পাহাড়ের সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করি।

সভায় চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, খাগড়াছড়ির এক কিশোরী ধর্ষণের ঘটনায় আমরা ক্ষুব্ধ। আমাদের অবস্থান পরিষ্কার—আমরা ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, যেখানে ধর্ম বা জাতিগত পরিচয়ে কোনো ভেদাভেদ থাকবে না। যারা জনগণকে হত্যা করেছে, তারা কেউ রেহাই পাবে না।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘৭২-এর মুজিববাদী সংবিধান রাষ্ট্রকে বিভাজন করেছে। জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার সেখানে উপেক্ষিত ছিল। আজকের এই গণঅভ্যুত্থান সেই বিভাজন ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে থাকবে বহু ভাষা ও সংস্কৃতির সহাবস্থান। চকরিয়ায় আমাদের গাড়িবহরে হামলার চেষ্টা হয়েছে। এর মাধ্যমে আমাদের পদযাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালানো হয়েছে।’

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, বান্দরবান জেলা এনসিপির প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • সোহেল কান্তি নাথ/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর