-687c61183f355.jpg)
গোপালগঞ্জে আজ (রোববার, ২০ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে এদিন (শনিবার) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
তার আগে, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষের চলাচল কম ছিল।
গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, আজ সকাল ৬টায় কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে একই দিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই সময় শেষে কারফিউ পুরোপুরি না তুলে সময় ধরে শিথিল করা হয়।
- ডিআর/এটিআর