Logo

সারাদেশ

ট্রাফিক মামলার জরিমানা আদায়ে কেএমপির কমিউনিটি ব্যাংক সেবা চালু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৩০

ট্রাফিক মামলার জরিমানা আদায়ে কেএমপির কমিউনিটি ব্যাংক সেবা চালু

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের মামলার জরিমানা (ফাইন) এখন থেকে জমা দেওয়া যাবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে। গত সোমবার (১৪ জুলাই) খুলনা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইন কালেকশনের উদ্বোধন করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় কেএমপি ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে কেএমপির পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার মো. রশিদুল ইসলাম খান (বিপিএম-সেবা, পিপিএম-বার), ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়, ডিসি হেডকোয়ার্টার মো. শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), ডিসি উত্তর মো. তাজুল ইসলাম, ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম, ডিসি সিটি এসবি আবুল বাশার মো. আতিকুর রহমান এবং ডিসি ডিবি মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান, এসএভিপি ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কর্তৃপক্ষ জানায়, এ চুক্তির মাধ্যমে ট্রাফিক ফাইনের টাকা ব্যাংকের নির্ধারিত শাখায় সরাসরি জমা দেওয়া যাবে। এতে নাগরিকদের সময় ও ভোগান্তি কমবে এবং আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।

  • এইচকে/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর