Logo

সারাদেশ

শিবচরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:৪৯

শিবচরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ’ এবং মিটফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার (১৯ জুলাই) বিকেলে শিবচর পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা (নুরুদ্দিন মোল্লা)।

তিনি বলেন, তারেক রহমান দেশপ্রেমিক এবং গণতন্ত্রের প্রতীক। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার রক্ষা পাবে। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপিনেতা মো. সবুর গোমস্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ৭১ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

  • মো. খলিল মিয়া/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর