Logo

সারাদেশ

হাসনাত

নতুন বাংলাদেশে জাতিসত্তার বৈচিত্র্যকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৩১

নতুন বাংলাদেশে জাতিসত্তার বৈচিত্র্যকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বান্দরবানে বিভিন্ন জাতিসত্তার মিলন ঘটলেও দুঃখজনক বিষয় যে সেটির সাংবিধানিক স্বীকৃতি আপনারা পাননি। বাংলাদেশের সংবিধান যদি লক্ষ্য করি, সেখানে বাহাত্তরের পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি বানানোর অপচেষ্টা ছিল।

শনিবার রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সকল জাতিগোষ্ঠীর যে ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি এনসিপি সব সময় শ্রদ্ধাশীল। সেজন্য পরবর্তী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আমাদের ভাষাগত, ধর্মীয় ও জাতিগত যে বৈচিত্র্যতা রয়েছে, তা সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, পাহাড় কিংবা সমতল—দুটি মিলেই বাংলাদেশ, তাই পাহাড়ের যেসব সমস্যাগুলো রয়েছে, সেসব সমস্যাগুলো আলোচনার মধ্য দিয়েই সমাধান হোক।

এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক।

 

চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, খাগড়াছড়িতে যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, সেখান থেকে স্পষ্টভাবে বলতে চাই—আমাদের অবস্থান ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা এমন নতুন বাংলাদেশ চাই, যেখানে পাহাড়-সমতলে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে ধর্মের ভেদাভেদ থাকবে না। 

তিনি আরও বলেন, এদেশ আপনার, এদেশ ভালো হলে আপনি ভালো। এদেশ সবার। এদেশে নিজের অধিকার নিজেই আদায় করে নিতে হবে। যারা দিল্লি পালিয়ে গেছে, তাদের কাঠগড়ায় দাঁড় করাব। যারা দেশের মানুষ, আমাদের ভাইবোনদের হত্যা করেছে, তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আমরা বিচার ও সংস্কারে একমত। বিচার ও সংস্কারের পরে নির্বাচন—এর আগে তথাকথিত নির্বাচন চাই না বলেও মন্তব্য করেন সমন্বয়ক রাফি।

এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বান্দরবানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা উন্নত না করে গত ১৫ বছর ধরে নিজেদের পকেট ভরাতে বান্দরবানবাসীদের সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। বর্তমানে এই জেলায় জাতিগোষ্ঠীর সমস্যা রয়েছে। ভবিষ্যতে যদি সরকার গঠন করি, আমরা সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে নতুন কাঠামো তৈরি করে বান্দরবান ও পাশ্ববর্তী জেলার প্রতিটি সমস্যার সমাধানে সংবিধানে সবাইকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর দলের বিভিন্ন পক্ষগোষ্ঠীর ইন্ধনে পরিবেশে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে। সেই বিভেদের দালান কুড়ে ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়তে, সংস্কার প্রক্রিয়া গঠনে ও ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনের মাধ্যমে বান্দরবানকে নতুনভাবে গড়ে তোলা হবে।

বান্দরবানের পথসভায় আরও অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি ও এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যান্য সমন্বয়কারীরা। এছাড়াও বান্দরবান এনসিপির প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।

সোহেল কান্তি নাথ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর