Logo

সারাদেশ

হরতালের সমর্থনে চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৩:২২

হরতালের সমর্থনে চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

হরতালের সমর্থনে চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে সংঘটিত ঘটনার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।

সড়কে টায়ার জ্বালানোর বিষয়ে জানতে চকরিয়ার যুবলীগ নেতা মঞ্জুর সাথে কথা বললে তিনি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে তারা সড়ক অবরোধ করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন-এমন খবর পেয়ে ভোররাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর