Logo

সারাদেশ

ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিএমইএ’র ত্রাণ বিতরণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:১৮

ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিএমইএ’র ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার (১৯ জুলাই) বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৫০০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করে।

বিজিএমইএ সূত্র জানিয়েছে, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, লবণ, মুড়ি, গুড় এবং হলুদ ও মরিচের গুঁড়াসহ প্রয়োজনীয় মসলা। 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মজুমদার আরিফুর রহমান ও পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।

তারা বলেন, পোশাক শিল্প শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয়, এটি সামাজিক দায়বদ্ধতা পালনেও বদ্ধপরিকর। জাতীয় জীবনে যে কোনো কঠিন সময়ে বিজিএমইএ অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও আমরা দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকব।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • এএইচএস/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর