
মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩। ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে জেলার দৌলতপুর উপজেলার যুগিন্দা দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যুগিন্দা গ্রামের নূর ইসলাম খানের ছেলে মো. আরিয়ান খান (২৬), মো. মহর খানের ছেলে নূর ইসলাম খান (৪৮) ও মো. সাত্তার শেখের ছেলে মো. শামীম শেখ (২৬)।
পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় ও ডিবির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন এসআই (নি.) মো. আবুল হাসান।
অভিযানে মো. আরিয়ান খানের কাছ থেকে ৩৫০ পিস, নূর ইসলাম খানের কাছ থেকে ১০০ পিস ও শামীম শেখের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার প্রতিটি মাদক স্পট চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আফ্রিদি আহাম্মেদ/এমবি