Logo

সারাদেশ

নাজিরপুরে আগুনে পুড়ল ৮ দোকান

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩

নাজিরপুরে আগুনে পুড়ল ৮ দোকান

পিরোজপুরের নাজিরপুরে আগুন লেগে আট দোকান পুড়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামকাঠী বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেকট্রনিক্স, মোবাইলসহ আট দোকান পুড়ে যায়।

শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর
'; var width = $(window).width(); if(width >= 768){ var parentDiv = $('.desktopDetailBody'); var i = 0; parentDiv.find('p').each(function() { i++; if(i == 1){ $(this).after('
'+adText+'
'); } }); }else{ var parentDiv = $('.detailBody'); var i = 0; parentDiv.find('p').each(function() { i++; if(i == 1){ $(this).after('
'+adText+'
'); } }); } });