Logo

সারাদেশ

পটিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:৪৭

পটিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বামীর বাড়িতে ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনেরই পরিণতি।

রোববার (২০ জুলাই) সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের সফর মুল্লুক হাজী বাড়িতে নিজ ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঊর্মি আক্তার ওই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী। তিনি আহমতুল্লাহ হকের মেয়ে। প্রায় তিন বছর আগে মোজাম্মেলের সঙ্গে তার বিয়ে হয়।

পটিয়া থানার এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূ নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ভিন্ন অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। ঊর্মির বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিতে থাকে। একাধিকবার আমরা নগদ টাকা ও উপহার দিলেও আমার বোনের ওপর নির্যাতন থামেনি। সে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে নিজের জীবন কেড়ে নিয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পটিয়া থানার পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হোসেন মুন্না/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর