Logo

সারাদেশ

উপদেষ্টা সাখাওয়াত

আমার গার্মেন্টস নেই, শ্রমিককে বেকার করাও আমার কাজ নয়

Icon

আরিফুল ইসলাম সাব্বির, সাভার

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:৫৫

আমার গার্মেন্টস নেই, শ্রমিককে বেকার করাও আমার কাজ নয়

ছবি : বাংলাদেশের খবর

শ্রমিক বেকার হওয়ার জন্য তাকে দায়ী না করে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমার কোনো গার্মেন্টস নেই, কোনো ইন্ডাস্ট্রিও নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করাই আমার দায়িত্ব।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যারা গার্মেন্টসে চাকরি হারিয়েছেন, তারা এমনি এমনি বেকার হননি। তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমি কারও চাকরি খাওয়ার পক্ষে নই।’

কারখানা বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিজিএমইএ সদস্য কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এখন সেগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বেক্সিমকোর মতো একটি প্রতিষ্ঠানের পুনরায় চালুতে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এসেছে।’

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। ৩৭ হাজার কোটি টাকার ঋণ রয়েছে ব্যাংকে। কেউ কেউ ৫ হাজার, ১০ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে থাকেন। তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করেছি।’

শ্রম অধিকার নিয়ে উপদেষ্টা বলেন, ‘ট্রেড ইউনিয়ন গঠনে এখন বাধা নেই। যেখানে ৫ জনের বেশি শ্রমিক, সেখানেই শ্রম আইন প্রয়োগের নির্দেশ দিয়েছি। আর মালিকেরা আর কাউকে কালো তালিকাভুক্ত করতে পারবেন না।’

তিনি বলেন, ‘শ্রমিকদের কল্যাণে মালিকদের লাভের ০.৫ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হবে। এ সরকার শ্রমিকবান্ধব। আগে কেউ কথা বললেই গুম, খুন, নির্যাতন হতো।’

ঘেরাও রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ন্যায্য দাবিতে কথা বললে দরজা খোলা থাকবে। তবে অযৌক্তিক দাবিতে হামলা বরদাশত করা হবে না। প্রয়োজন হলে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণে আমিও রাস্তায় নামব।’

অনুষ্ঠানে শ্রম উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রধান উপদেষ্টার সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ অন্যরা।

সমাবেশে নিহত ও আহত শ্রমিকদের পরিবার এবং ৯ জন শ্রমিককে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এবং সংবাদমাধ্যমের সদস্যরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এম সাখাওয়াত হোসেন পোশাক শ্রমিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর