পটিয়ায় বিএনপি অফিসে হামলার এক বছর, আসামি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:০০
-687cbe5969d0b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় ২০২৪ সালের ১৮ জুলাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে পটিয়ার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে নেতারা বলেন, ৫ আগস্টের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে থানার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
বক্তারা বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ বিএনপির কার্যালয়ে হামলা চালায়। মামলার পর এক বছর কেটে গেলেও মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি।
আলহাজ্ব এনামুল হক বলেন, ‘বারবার বলেছি, ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ চেনা যাচ্ছে। পুলিশ ব্যবস্থা নেয়নি। ৫ আগস্টের মধ্যে ব্যবস্থা না নিলে থানার বিরুদ্ধেই আন্দোলন করব।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘এক বছর আগে মামলা দিয়েছি, এখনো কেউ ধরা পড়েনি। যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা নিজ উদ্যোগে আসামিদের খুঁজে বের করব।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর ইসলাম সওদাগর, গাজী আবু তাহের, যুবদল নেতা শাহজাহান চৌধুরী, ইয়াসিন আরাফাত ইয়াসিন, ছাত্রদল নেতা এস এম হোসেন নয়ন প্রমুখ।
বিক্ষোভে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার করো’, ‘বিএনপির অফিসে হামলাকারীদের বিচার চাই’—এই ধরনের স্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি।
নেতারা বলেন, ৫ আগস্টের পরও প্রশাসন নিষ্ক্রিয় থাকলে জনগণের মাধ্যমে বিচার হবে।
ইমরান হোসেন মুন্না/এআরএস