Logo

সারাদেশ

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ২

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:০৯

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাই থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাক, একটি ছোরা (উভয় পাশে ধারালো) ও চারটি লক কাটার উদ্ধার করা হয়।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহাজল (৩৮) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে মো. সুমন মিয়া (৩৫)। শাহাজল গাজীপুরের বাইমাইল এলাকায় ও সুমন মিয়া গাজীপুরের বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।

অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে জামালপুর ও গাজীপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

মনোয়ার হোসেন রুবেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর