Logo

সারাদেশ

ধাইজান নদীতে সেতু নেই, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:১০

ধাইজান নদীতে সেতু নেই, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামের চকচকার ঘাটে ধাইজান নদীর ওপর সেতু না থাকায় দুই ইউনিয়নের অন্তত ২০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের উদ্যোগে প্রতিবছর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্ষা মৌসুমে তা ভেসে গিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন কলাগাছের ভেলায় নদী পার হন অনেকে।

শত শত শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই বাঁশের সাঁকো পাড়ি দেন। বিকল্প সড়ক পাঁচ কিলোমিটার ঘুরে হওয়ায় সময় ও খরচ—দুই-ই বাড়ে।

স্থানীয় বাসিন্দা সামাউন ইসলাম বলেন, ‘উত্তর পাড়ে হাসপাতাল, স্কুল-কলেজ, হাটবাজার সব কিছুই রয়েছে। কিন্তু সেতু না থাকায় আধুনিকতার ছোঁয়া মেলেনি।’

এক শিক্ষার্থী জানায়, বর্ষায় প্রায় তিন মাস স্কুলে যাওয়া যায় না। এতে লেখাপড়ায় পিছিয়ে পড়ছে তারা।

এলজিইডি কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান বলেন, ‘ব্রিজ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু হবে।’

এলাকার মানুষের দাবি, ধাইজান নদীর ওপর সেতু নির্মাণ হলে উন্নয়ন ও জীবনমান—দুই-ই পাল্টে যাবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর