Logo

সারাদেশ

৬ দফা দাবিতে ঝিনাইদহে হেফাজতের সংবাদ সম্মেলন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:১৪

৬ দফা দাবিতে ঝিনাইদহে হেফাজতের সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ও ইসলামপন্থীদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন জঙ্গি অপবাদ’-এর প্রতিবাদসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা শাখা।

রোববার (২০ জুলাই) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াসসহ অন্যান্য নেতারা।

হেফাজত নেতারা বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও ইসলামবিরোধী তৎপরতা চালাতে চায় পশ্চিমারা।’

তারা আরও দাবি করেন, ‘ভিত্তিহীন ‘জঙ্গি’ নাটকের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে অপমান করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।’

৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ
২. কথিত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ‘ভিত্তিহীন’ মামলার প্রত্যাহার
৩. তাবলিগ ও ইসলামি আন্দোলনের ওপর নজরদারি বন্ধ
৪. বিদেশি প্রভাবের বিরুদ্ধে সরকারি অবস্থান নিশ্চিত
৫. ধর্মীয় মানুষদের বিরুদ্ধে ‘মিডিয়া প্রপাগান্ডা’ বন্ধ
৬. ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন হেফাজতে ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর