বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৩৩
-687cc6003db3f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাঁধ সংলগ্ন মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপি ও জাতীয়তাবাদী কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল, ছাত্রনেতা শেখ আল মামুনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়, এটি একটি সামাজিক আন্দোলনও বটে। শহীদদের স্মরণ ও সুস্থ সমাজ গঠনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম বলেন, `শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি চিকিৎসাধীনদের জন্য আরোগ্য কামনা করছি।'
এআরএস