Logo

সারাদেশ

ভারত থেকে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে ৬ বাংলাদেশি আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৪৭

ভারত থেকে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে ৬ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

ভারতের একটি ইটভাটায় কাজ শেষে দেশে ফেরার পথে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ছয় বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (২০ জুলাই) ভোরে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করে। পরে দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হবে।’

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর