Logo

সারাদেশ

নরসিংদীতে বিদেশযাত্রায় প্রতারণা-পাচারের ফাঁদ নিয়ে রামরুর সতর্কবার্তা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৫২

নরসিংদীতে বিদেশযাত্রায় প্রতারণা-পাচারের ফাঁদ নিয়ে রামরুর সতর্কবার্তা

ছবি : বাংলাদেশের খবর

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা করেছে গবেষণা প্রতিষ্ঠান ‘রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)’।

রোববার (২০ জুলাই) দুপুরে শহরের ভেলানগর এলাকায় ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল এবং অর্থায়ন করছে সুইস সরকার।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। রামরুর প্রতিনিধিরা জানান, গত দেড় বছরে মানব পাচারের শিকার হওয়া ৩৯ জনকে প্রায় ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছে সংস্থাটি।

আলোচনায় মানব পাচারের সামাজিক প্রভাব, স্থানীয় দালালদের প্রতারণা, দক্ষতা ছাড়াই বিদেশযাত্রার ঝুঁকি, মনস্তাত্ত্বিক ও আইনি বিষয় এবং প্রতিরোধে করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় রামরুর প্রকল্প কর্মকর্তা ও মাঠকর্মীরাও উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর