ফেনীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৫৬
-687ccb91812d8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ফেনীতে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি।
রোববার (২০ জুলাই) সকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম কায়সার এলিনসহ শহীদ পরিবারের সদস্যরা।
আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘শহীদদের স্মরণে জেলার প্রতিটি গ্রাম, মহল্লা ও ওয়ার্ডে গাছ লাগানো হবে। এসব বৃক্ষে শহীদদের নামও লিখে রাখা হবে, যাতে তাঁদের স্মৃতি অম্লান থাকে।’
এআরএস