Logo

সারাদেশ

জয়পুরহাটে ৪০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৫৩

জয়পুরহাটে ৪০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

বক্তারা বলেন, এই অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের সাফল্যে অনুপ্রেরণা জোগাবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর