Logo

সারাদেশ

রংপুরে ৪৯ ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ গ্রেপ্তার ১

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৫৭

রংপুরে ৪৯ ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ গ্রেপ্তার ১

রংপুরে ৪৯ ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ গ্রেপ্তার ১। ছবি : বাংলাদেশের খবর

রংপুরে একনলা ১২ বোরের বন্দুক, গুলি, ৪৯টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও জাল কাগজপত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশ ও পীরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর টার্মিনাল বদরগঞ্জ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাকুল ইসলাম তুহিন (৪৫) রংপুর নগরীর শংকরপুর এলাকার নছিম উদ্দিন মাস্টারের ছেলে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন এ ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুয়া কাগজপত্রসহ অস্ত্র কিনেছে রেজাকুল ইসলাম। এ কারণেই কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি। তিন দিনের রিমান্ড শেষে টার্মিনাল যমুনা ব্যাংক শাখা থেকে অবৈধ অস্ত্র ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। এর সঙ্গে যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাহানুর রহমান /রংপুর 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর