Logo

সারাদেশ

কালীগঞ্জে ঝোপে মিলল রিকশাচালকের মরদেহ

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:০৪

কালীগঞ্জে ঝোপে মিলল রিকশাচালকের মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে ঝোপের মধ্যে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় প্যাঁচানো ছিল লুঙ্গি; পাশেই ছিল না তার ব্যবহৃত রিকশাটি।

রোববার (২০ জুলাই) বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় রিকশাচালক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিহতের পরিবার জানায়, আনোয়ার সাধারণত রাতে রিকশা চালাতেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার বিকেলে স্থানীয়রা ঝোপে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা আনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়েছে। পুলিশ ছিনতাই ও হত্যার দিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর