Logo

সারাদেশ

কক্সবাজারে এনসিপিবিরোধী বিক্ষোভে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:১০

কক্সবাজারে এনসিপিবিরোধী বিক্ষোভে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

নিহত বিএনপি নেতা মো. ছৈয়দ নুর সওদাগর। ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ছৈয়দ নুর সওদাগর (ছৈয়দ বদ্দা)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় বিএনপি আয়োজিত এনসিপি-বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন ছৈয়দ নুর। মিছিল চলাকালে হঠাৎ তিনি রাস্তার পাশে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছৈয়দ নুর সওদাগরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে। তাকে স্মরণ করে বিএনপি নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, ‘আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছৈয়দ নুর সওদাগরের মৃত্যুতে আমি বাকরুদ্ধ। তিনি ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও জনপ্রিয় নেতা। দলমতের ঊর্ধ্বে গিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন তিনি।’

কক্সবাজার পৌর যুবদলের নেতা কানন বড়ুয়া বিশাল বলেন, ‘ছৈয়দ বদ্দা আমাদের অভিভাবকের মতো ছিলেন। তার এভাবে চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।’

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেককে এদিন ছৈয়দ নুরকে বহনকারী অ্যাম্বুলেন্সের পাশে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ছৈয়দ নুর সওদাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে সংগঠনটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে কক্সবাজার শহরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিএনপি নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর