ফরিদগঞ্জে ঘর হারানো প্রতিবন্ধী পরিবারের পাশে ইউএনও

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:১৮
-687cde8960f63.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসায় ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়া জরাজীর্ণ ঘর হারানো এক প্রতিবন্ধী পরিবারকে সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের হোসেন গাজী বাড়িতে গিয়ে অসহায় মামুনুর রশিদ লেদা মিয়ার স্ত্রী তাছলিমা আক্তারের হাতে তিনি দুই বান্ডেল টিন, নগদ ১০ হাজার টাকা এবং শুকনো খাবার তুলে দেন।
ইউএনও সুলতানা রাজিয়া জানান, ‘ফরিদগঞ্জ পোস্টে নামে ফেসবুক পেজে ভিডিও রিপোর্টের মাধ্যমে পরিবারটির দুর্দশার কথা জানতে পারি। মানবিক বিবেচনায় ব্যক্তিগত উদ্যোগে কিছু সহায়তা নিয়ে ছুটে এসেছি। এলাকার বিত্তবানদের উচিত এই পরিবারটির পাশে দাঁড়ানো।’
গত ৩ জুলাই রাতে বৃষ্টির মধ্যে লেদা মিয়া স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ছোট মেয়ে ঘর ভেঙে পড়ার শব্দ টের পেয়ে সবাইকে সতর্ক করে। তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ঘরটি ধসে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পুরো পরিবার।
লেদা মিয়া শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সেভাবে কাজ করতে পারেন না। তাঁর স্ত্রী ঝিয়ের কাজ করে পরিবার চালান।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল ও সমাজকর্মী আনোয়ার হোসেন সজিব এ সময় উপস্থিত ছিলেন।
এআরএস