জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়িতে চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:৩৬
-687ce2da981a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়িতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেছে জেলা বিএনপি।
রোববার (২০ জুলাই) দুপুরে শহরের ভাঙ্গাব্রিজ কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে চারাগাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু ও আব্দুর রউফ রাজাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
চারা বিতরণ শেষে শহরের বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। নেতারা বলেন, শহীদদের স্মরণ ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এআরএস