Logo

সারাদেশ

গোড়াই-সখিপুর সড়ক

জনদুর্ভোগের খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, করালেন সড়ক মেরামত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:৪৩

জনদুর্ভোগের খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, করালেন সড়ক মেরামত

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বেহাল দশায় জনভোগান্তির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সড়কটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।

রোববার (২০ জুলাই) গোড়াই সৈয়দপুর স্ট্যান্ড এলাকায় সড়কের জলাবদ্ধতা ও খানাখন্দের চিত্র সরেজমিনে দেখে দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন তিনি। পরবর্তীতে ইট ফেলে অস্থায়ীভাবে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

ইউএনও এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘সড়কের দুরবস্থার কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে—এমন খবরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সড়কে ঢালাই কাজের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।’

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর